ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আত্মহত্যাকারীর হুকুম কী?

প্রকাশিত: ০৮:৩৫, ১২ মার্চ ২০২৫

আত্মহত্যাকারীর হুকুম কী?

ছবি: সংগৃহীত

আত্মহত্যা করা কবিরা গুনাহ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজায় যেতেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড় আমি পড়ব না। এর কারণ হলো অন্য কেউ আত্মহত্যা করার আগে যেন চিন্তা করে।

এইজন্য সুন্নত হলো, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না। ইমাম সাহেব পড়বে না,‌ মোয়াজ্জিন কে দিয়ে পড়ানো। যাতে করে অন্য কেউ আত্মহত্যা না করে।

ইসলামে আত্মহত্যাকে হারাম করা হয়েছে। আত্মহত্যা ঐ ব্যক্তি করে যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। যে আল্লাহ তাআলার রহমতে বিশ্বাস করে সে কখনো হতাশ হতে পারেনা, সে কখনো আত্মহত্যা করতে পারেনা। আল্লাহর উপর আস্থা থাকতে হবে।

তবে মনে রাখতে হবে, আত্মহত্যাকারী কিন্তু কাফের না। তার জন্য দোয়া করা যাবে কি না? তার জন্য আরো বেশি করে দোয়া করতে হবে। কারণ সে পাপ করতে করতে দুনিয়া থেকে গেছে। এইজন্য তার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে সে কাফের হয়ে যায় না। সে পাপিষ্ঠ, সে অপরাধী। কোনো মুসলমান আত্মহত্যা করতে পারেনা। আত্মহত্যা করা মানে হলো আল্লাহর রহমতের উপর আমার বিশ্বাস নেই, এটা হওয়া উচিত নয়।

সূত্র: https://www.facebook.com/share/r/1EdqkmSxpb/

মায়মুনা

×