ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সহবাসের পর কোরআন বা দোয়া পড়া যাবে কিনা?

প্রকাশিত: ০৮:১৬, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৮:১৯, ১২ মার্চ ২০২৫

সহবাসের পর কোরআন বা দোয়া পড়া যাবে কিনা?

শায়খ আদমাদুল্লাহ বলেন,সহবাসের পর গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুম অন্যান্য কাজ এগুলা করাতে অসুবিধা নেই। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুত সময়ের মধ্যে গোসল করে নেবেন। তবে কেউ যদি চায় যে বিলম্ব করতে, করতে পারে।

উত্তম হল ওজু করে বিভিন্ন কাজ করা।দ্রুত সময় গোসল করা উচিত। দোয়া-দুরুদ পড়েন কোন সমস্যা নেই, গোসল ফরজ অবস্থায় দোয়া-দুরুদ পড়া যায়। শুধু কোরআন তেলাওয়াত করা যায় না হাদিসে নিষেধ রয়েছে।

সাজিদ

×