ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

অজুবিহীন আযান দেওয়া যাবে? 

প্রকাশিত: ০৭:৫২, ১২ মার্চ ২০২৫

অজুবিহীন আযান দেওয়া যাবে? 

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশুদ্ধ হওয়ার জন্য আযান দিলে আযান হয়ে যাবে। আযানের জন্য অজু শর্ত না। অজু ছাড়া আযান দিলে আজান হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ওলামাদের মতে, ওজু ছাড়া আযান দিলে সেটা মাকরুহ অনুচিত কাজ।

সাজিদ

×