ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রোজা অবস্থায় ডায়াবেটিস টেস্ট করলে কি রোজার ক্ষতি হয়?

প্রকাশিত: ২৩:৫৮, ১১ মার্চ ২০২৫

রোজা অবস্থায় ডায়াবেটিস টেস্ট করলে কি রোজার ক্ষতি হয়?

ছবি: সংগৃহীত

রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। কিন্তু যারা ডায়াবেটিসের রোগী, তাদের জন্য রোজা রাখা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অনেকেই প্রশ্ন করেন, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করলে কি রোজা ভঙ্গ হবে?

ডায়াবেটিস পরীক্ষার জন্য সাধারণত রক্তের নমুনা নেওয়া হয়, যা একটি সাধারণ প্রক্রিয়া। ইসলামী বিশেষজ্ঞদের মতে, শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত নেওয়া রোজা ভঙ্গের কারণ হয় না, কারণ এটি খাদ্য বা পানীয় গ্রহণের মতো কোনো প্রক্রিয়া নয়।

বিশিষ্ট ইসলামিক স্কলাররা ব্যাখ্যা করেন যে, রক্ত দেওয়া বা নেওয়া তখনই রোজার ওপর প্রভাব ফেলতে পারে, যখন এটি শরীরকে দুর্বল করে ফেলে। তবে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য সাধারণত খুব অল্প রক্ত নেওয়া হয়, যা শরীরের শক্তির ওপর তেমন কোনো প্রভাব ফেলে না।


ডায়াবেটিস পরীক্ষা করা একটি স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়া, যা রোজা ভঙ্গের কারণ নয়। তবে ডায়াবেটিস রোগীদের উচিত নিয়মিত তাদের সুগার লেভেল মনিটর করা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। ইসলামে স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয়েছে, তাই কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তবে তার জন্য রোজা ভাঙার অনুমতি রয়েছে।

শিলা ইসলাম

×