
ছবি: সংগৃহীত
ওজু (অজু) হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা নামাজসহ বিভিন্ন ইবাদতের পূর্বশর্ত হিসেবে পালন করা হয়। ওজুর সময় আদব ও সুন্নত মেনে চলা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওজুর সময় কথা বলা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ তার বিভিন্ন বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছেন।
শায়খ আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক প্রশ্নোত্তর পর্বে বলেন, ওজুর সময় কথা বলা মাকরূহ, অর্থাৎ অপছন্দনীয়। তিনি উল্লেখ করেন যে, ওজু একটি ইবাদত, এবং ইবাদতের সময় আল্লাহর প্রতি মনোযোগী থাকা উচিত। তবে, যদি কোনো জরুরি প্রয়োজন দেখা দেয়, তাহলে কথা বলা যেতে পারে, কিন্তু অহেতুক কথা বলা থেকে বিরত থাকা উত্তম।
তিনি আরও বলেন, ওজুর সময় দোয়া ও যিকির পাঠ করা সুন্নত। প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় নির্দিষ্ট দোয়া রয়েছে, যা পড়া মুস্তাহাব। এতে ওজুর সওয়াব বৃদ্ধি পায় এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়।
আসিফ