ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন?

প্রকাশিত: ১৫:৫২, ১১ মার্চ ২০২৫

প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কি পড়বেন?

ছ‌বি: সংগৃহীত

যদি কেউ নামাজের প্রথম রাকাতে ইচ্ছাকৃত বা ভুলবশত সুরা ফাতেহার পর সুরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন!

এই প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, "বিরাট জটিল প্রশ্ন। সুরা নাসের পরেতো আর কোন সুরা নাই। সুরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। আপনি আগে সুরা ফালাক পড়লে পরে সুরা নাস পড়বেন। নাসই আগে পড়ে ফেললে পরে কি করবেন!"

তিনি বলেন, "এর উত্তর হল দ্বিতীয় রাকাতেও আপনি সুরা নাসই পড়বেন। এতে গুনাহ হবে না তবে এটা মাকরূহ। নামাজটা ত্রুটিপূর্ণ হবে।"

আবীর

×