
ছবি: সংগৃহীত
গত ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর পর বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় দুর্বৃত্তদের আক্রমণে তিনি গুরুতর আহত হন। সেদিন বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মিছিলরত অবস্থায় একদল সন্ত্রাসী তাকে বেধড়ক কপায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। সকালে বাসা থেকে বেরিয়ে যান। দুপুরে বিজয় মিছিল শুরু হলে তিনি তাতে যোগ দেন। বিকেলে আগারগাঁওয়ে একদল সন্ত্রাসী তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে।”
ঘটনার পরপরই কিছু শিক্ষার্থী আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার স্ত্রী হাসপাতালে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ আগস্ট তিনি মারা যান।
নিহতের একটি সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় দিন কাটছে স্ত্রী ও পরিবারের।
আসিফ