
ছবি: সংগৃহীত
রমজান মাসে রোজাদারদের জন্য সেহরী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে, সেহরী খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের মাঝে বিভ্রান্তি থাকতে পারে। ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
সেহরীর সময় সম্পর্কে ইসলামের নির্দেশনা
শায়খ আহমাদুল্লাহ বলেন, সেহরীর সর্বোত্তম সময় হলো ফজরের আজানের ঠিক আগে পর্যন্ত। তিনি হাদিসের আলোকে ব্যাখ্যা করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেন— "আমাদের সেহরী ও আহলে কিতাবদের সেহরীর মধ্যে পার্থক্য হলো বিলম্ব করা।" (মুসলিম, ১০৯৬)
অর্থাৎ, সেহরী বিলম্ব করে শেষ সময়ে খাওয়া সুন্নত। তবে, আজানের সময় হয়ে গেলে বা একটু আগেই খাওয়া বন্ধ করা উত্তম, যেন ফজরের সালাতে কোনো বিঘ্ন না ঘটে।
ভুল ধারণা ও করণীয়
অনেকেই ভোর রাত ৩-৪টার মধ্যে সেহরী শেষ করে ফেলেন, যা সুন্নত পরিপন্থী। আবার কেউ কেউ ফজরের আজান চলাকালীনও খেতে থাকেন, যা সঠিক নয়। শায়খ আহমাদুল্লাহ বলেন, "ফজরের আজান শুরু হওয়ার আগেই সেহরী শেষ করতে হবে। তবে, আজানের অনেক আগে খাওয়া বন্ধ করাও ঠিক নয়।"
সেহরীর ফজিলত ও উপকারিতা
শায়খ আহমাদুল্লাহ বলেন, সেহরী শুধু শরীরের শক্তির জন্য নয়, এটি একটি বরকতময় ইবাদতও বটে। হাদিসে এসেছে, "সেহরী খাও, কেননা এতে বরকত রয়েছে।" (বুখারি, ১৯২৩)
শায়খ আহমাদুল্লাহর মতে, সঠিক নিয়ম মেনে শেষ সময়ে সেহরী করা উত্তম এবং সুন্নত। তাই রোজাদারদের উচিত আজানের কিছু আগে সেহরী শেষ করা এবং যথাযথ নিয়ম মেনে রোজা পালন করা।
আসিফ