
ছবিঃ সংগ্রহীত
শায়খ আহমাদুল্লাহ বলেন, রোজা রেখে রক্ত দান করা একটি সওয়াবের কাজ, বিশেষত যখন কোনো রোগীর চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। তবে রোজার মধ্যে রক্ত দিলে তা রোজার জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে কি না, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার ওপর।
তিনি আরও বলেন, যদি রক্ত দেওয়ার ফলে রোজাদারের শারীরিক দুর্বলতা এতটা বেড়ে যায় যে রোজা রাখা কঠিন হয়ে পড়ে, তাহলে তার জন্য রক্ত দান করা উচিত নয়। এটি তার রোজার জন্য হুমকির কারণ হতে পারে। তবে যারা শারীরিকভাবে সুস্থ এবং রক্ত দিলে কোনো সমস্যা অনুভব করেন না, তারা রোজা রেখেও রক্ত দিতে পারেন। এ ক্ষেত্রে তাদের রোজা ভঙ্গ হবে না।
সুতরাং, রোজা রেখে রক্ত দেওয়া বৈধ, তবে তা ব্যক্তির শারীরিক সক্ষমতার ওপর নির্ভরশীল।
ইমরান