ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ: কী বললেন আজহারি?

প্রকাশিত: ০০:৫২, ১১ মার্চ ২০২৫

যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ: কী বললেন আজহারি?

ছবি: সংগৃহীত

ইসলামের অন্যতম স্তম্ভ জাকাত। এটি শুধু দানের মাধ্যমে গরিবের সহায়তা নয়, বরং সম্পদের পরিশুদ্ধি ও সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে জাকাত আদায় করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ নয়, বরং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই এটি বাধ্যতামূলক হয়।

ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী এক আলোচনায় জাকাত ফরজ হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তার মতে, যারা এই শর্তগুলো পূরণ করেন, তাদের অবশ্যই নিয়ম অনুযায়ী জাকাত আদায় করা উচিত।

জাকাত ফরজ হওয়ার ৫টি শর্ত

🔹 ১. ইসলাম গ্রহণ করা
জাকাত কেবল মুসলমানদের ওপর ফরজ। অমুসলিমদের জন্য এটি বাধ্যতামূলক নয়।

🔹 ২. প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া
যে ব্যক্তি মানসিকভাবে অপ্রকৃতিস্থ বা শিশু, তার ওপর জাকাত ফরজ নয়। তবে অভিভাবকরা শিশুদের সম্পদের হিসাব রাখবেন এবং প্রাপ্তবয়স্ক হলে তাকে জাকাত আদায়ের বিষয়ে সচেতন করবেন।

🔹 ৩. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া
জাকাত ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সাধারণত ৮৫ গ্রাম স্বর্ণ বা তার সমমূল্যের সম্পদ থাকলে নিসাব পূরণ হয়।

🔹 ৪. ঋণমুক্ত থাকা
যদি কারও ঋণ এত বেশি হয় যে নিসাব পরিমাণ সম্পদ ঋণ পরিশোধের পর অবশিষ্ট না থাকে, তবে তার ওপর জাকাত ফরজ নয়।

🔹 ৫. সম্পদের ওপর এক বছর অতিক্রান্ত হওয়া
নিসাব পরিমাণ সম্পদ যদি এক ইসলামিক বছর (চাঁদের বছর) ধরে কারও কাছে থাকে, তাহলে তার ওপর জাকাত আদায় করা ফরজ হবে।

মিজানুর রহমান আজহারীর পরামর্শ

এ প্রসঙ্গে মিজানুর রহমান আজহারী বলেন, "জাকাত শুধু দানের বিষয় নয়, বরং এটি আমাদের সম্পদ পরিশুদ্ধ করে এবং আল্লাহর রহমত ও বরকত বৃদ্ধি করে। তাই প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উচিত যথাযথভাবে জাকাত প্রদান করা।"

তিনি আরও বলেন, “অনেক মানুষ জাকাত ফরজ হওয়ার শর্ত সম্পর্কে না জানার কারণে ভুল করে। তাই ইসলামি বিধান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা ও আল্লাহর বিধান মেনে চলাই আমাদের কর্তব্য।”

আসিফ

×