
ছবিঃ সংগ্রহীত
সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান শুরু হয়ে যায় এবং আজান সময়মতো দেওয়া হয়ে থাকে, তাহলে সেই মুহূর্তে খাওয়া বন্ধ করা উচিত। কারণ আজানের অর্থ হলো ফজরের সময় প্রবেশ করেছে, আর সেহরি খাওয়ার সময় ফজরের আগেই শেষ করতে হয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, যদি আজান শোনার পরও কেউ খাওয়া চালিয়ে যায় এবং খাবার গিলে ফেলে, তাহলে তার রোজা শুদ্ধ হবে না এবং পরে সেই রোজা কাযা করতে হবে। তবে, যদি আজানের আগ মুহূর্তে খাবার মুখে নিয়ে থাকেন এবং আজান শুনে সঙ্গে সঙ্গে তা ফেলে দেন, তাহলে রোজা শুদ্ধ হতে পারে।
সুতরাং, সেহরি খাওয়ার সময় আজানের দিকেও খেয়াল রাখা উচিত, যেন ভুলবশত ফজরের সময় প্রবেশের পরও খাওয়া না হয়।
ইমরান