
ছবি সংগৃহীত
পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার গুরুত্বপূর্ণ সময় হলো সেহেরির মুহূর্ত।
কারণ, হাদিসে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে (সেহেরির সময়) দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ডেকে বলেন, "কে আছো, যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। কে আছো, যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দান করব।" (সহিহ বুখারি, হাদিস: ১১৪৫)
সেহেরির সময় ক্ষমা চাওয়ার দোয়া
সেহেরির সময় ইস্তিগফার তথা ক্ষমা চাওয়ার দোয়া পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) তার উম্মতকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। নিম্নে একটি গুরুত্বপূর্ণ দোয়া দেওয়া হলো—
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াতুব আলাইয়া, ইন্নাকা আনতাত্তাওয়াবুর রাহিম।
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, দয়া করুন এবং আমার প্রতি দয়া ও অনুগ্রহ করুন। নিশ্চয়ই আপনি মহা ক্ষমাশীল ও পরম দয়ালু।
আশিক