
ছবিঃ সংগ্রহীত
অনেক অসুস্থ মুসল্লি নামাজ আদায়ের সময় সামনে বালিশ, চেয়ার বা টুল রেখে তাতে সেজদা করেন। কিন্তু ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এটি করার কোনো প্রয়োজন নেই।
কী করবেন অসুস্থ ব্যক্তি?
শায়খ আহমাদুল্লাহ বলেন, "যদি কেউ শারীরিকভাবে সক্ষম হন, তবে তিনি স্বাভাবিকভাবে জমিনে সেজদা করবেন। কিন্তু যদি এটি সম্ভব না হয়, তাহলে ইশারায় রুকু ও সেজদা করবেন।"
তিনি আরও বলেন, "অনেকে সামনে বালিশ বা চেয়ার রেখে তাতে মাথা রাখেন। কিন্তু এটি করা একদম অপ্রয়োজনীয়। বালিশ বা চেয়ারে মাথা রাখা আর না রাখা—দুইটাই সমান। ইশারা করলেই যথেষ্ট, মাথা টাচ করার কোনো দরকার নেই।"
সুতরাং, ইসলামের বিধান অনুযায়ী অসুস্থ ব্যক্তির জন্য বালিশ বা চেয়ারে সেজদা করা কোনো শর্ত নয়, বরং শুধু ইশারা করাই যথেষ্ট।
ইমরান