ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

প্রকাশিত: ২০:১০, ১০ মার্চ ২০২৫; আপডেট: ২০:১১, ১০ মার্চ ২০২৫

খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত

অনেকেই মনে করেন, ভাত খাওয়ার সময় সালাম দেওয়া ঠিক নয়। তবে ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া কিংবা উত্তর দেওয়ার কোনো নিষেধাজ্ঞা নেই।

সালাম দেওয়া যাবে কি না?

শায়খ আহমাদুল্লাহ বলেন, "আমাদের সমাজে দেখা যায়, কেউ খেতে বসলে তাকে সালাম দিলে সে বলে, 'ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক নয়।' কিন্তু আসলে এমন কোনো বিধিনিষেধ নেই। খাওয়ার সময়ও সালাম দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই।"

তিনি আরও ব্যাখ্যা করেন, "সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রেও সমস্যা নেই। যিনি খাচ্ছেন, তিনি মুখ খালি করে সালামের উত্তর দিতে পারেন। একান্তই মুখে খাবার থাকলে, কয়েক সেকেন্ড অপেক্ষা করে উত্তর দিতে পারেন।"

"খাওয়া ও নামাজ সমান" – এটি ভুল ধারণা

অনেকেই বলেন, "খাওয়া আর নামাজ পড়া সমান, দুটোই ইবাদত।" শায়খ আহমাদুল্লাহ স্পষ্টভাবে জানিয়েছেন, "এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন বা হাদিসে এমন কোনো বক্তব্য নেই। এটি সমাজে প্রচলিত ভুল ধারণা।"

উপসংহার

🔹 খাওয়ার সময় সালাম দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই।
🔹 সালামের উত্তর খাওয়ার ফাঁকে দেওয়া যেতে পারে।
🔹 "খাওয়া ও নামাজ সমান" – এই কথা কোরআন-হাদিস অনুযায়ী সঠিক নয়।

সুতরাং, খাবার সময়ও সালাম দেওয়া ও নেওয়া সম্পূর্ণ বৈধ এবং ইসলামসম্মত।

সূত্রঃ https://www.facebook.com/reel/1641340303933053

ইমরান

×