ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ছোট ছেলেমেয়েদের রোজা রাখতে যে কার্যকরী পরামর্শ দিলেন ড. মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ১৯:৫১, ১০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৩, ১০ মার্চ ২০২৫

ছোট ছেলেমেয়েদের রোজা রাখতে যে কার্যকরী পরামর্শ দিলেন ড. মিজানুর রহমান আজহারী

ছবিঃ সংগ্রহীত

রোজা রাখা ছোট শিশুদের জন্য কঠিন হতে পারে, তবে তাদের ধীরে ধীরে অভ্যস্ত করানো সম্ভব। ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ছোটদের রোজায় উৎসাহিত করার কিছু সহজ ও কার্যকর কৌশল শেয়ার করেছেন।

তিনি বলেন, "এক-দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলেমেয়ে মারা যাবে না, ওদের উৎসাহিত করুন, ছোটদের রোজা রাখতে দিন।"

ছোটদের জন্য অর্ধেক রোজার ধারণা

আজহারী বলেন, "আমার দাদী বলতেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা হয়। এরপরের দিন আরেক অর্ধেক, এভাবে দুই অর্ধেক মিলিয়ে এক রোজা। এটা আসলে পূর্ণাঙ্গ রোজা নয়, তবে এতে শিশুদের রোজার প্রতি আগ্রহ বাড়ে।"

কিভাবে শিশুদের উৎসাহিত করবেন?

অর্ধেক রোজার ধারণা: সকালে সাহরি খেয়ে দুপুর পর্যন্ত উপবাস থেকে শুরু করানো যেতে পারে।
প্রশংসা করা: ছোটরা যদি অর্ধেক বা পুরো রোজা রাখতে পারে, তাহলে তাদের প্রশংসা করুন।
উপহার দেওয়া: রোজা রাখার জন্য ছোট উপহার বা বিশেষ খাবারের আয়োজন করতে পারেন।
পরিবারের উদাহরণ: পরিবারে সবাই রোজা রাখছে, এই বিষয়টি তাদের দেখানো উচিত, যাতে তারা অনুপ্রাণিত হয়।
ধৈর্য ধরুন: শিশুরা শুরুতে পুরো রোজা রাখতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা অভ্যস্ত হয়ে যাবে।

ড. আজহারীর মতে, শিশুদের ধীরে ধীরে রোজার অভ্যাস করানোই আসল উদ্দেশ্য, যাতে তারা ভবিষ্যতে আত্মবিশ্বাসের সঙ্গে ইবাদত করতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/reel/1801417193987871 

ইমরান

×