
লেখক, গবেষক ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ছবিঃ সংগৃহীত
রমজান মাসে যারা রান্না করেন তাদের জন্য একটি বড় দ্বিধার জায়গা তারা কি রান্নাটি চেখে দেখতে পারবেন কিনা। এ বিষয়টির একটি সমাধান দিয়েছেন লেখক, গবেষক ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেছেন, ‘রোজা থাকা অবস্থায় বাবুর্চি বা যারা রান্না করেন, মা-বোন হতে পারেন, বা পুরুষরা হতে পারেন, তারা রান্নার লবণ বা মরিচ, বা রান্নার স্বাদ এক করার জন্য জিহ্বার আগায় সামান্য একটু নিয়ে আবার থুথুর সাথে ফেলে দিলে তাদের রোজা ভাঙবে না। এতটুকু চেক করলে রোজা ভাঙবে না।’
‘তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, যারা নিয়মিত রান্না করেন, তাদের একটা আইডিয়া হয়ে গেছে। তারা জানে কতটুকু লবণ মরিচ দিলে কি হবে। তাই তাদের চেক করার প্রয়োজন হয় না।’ শায়খ আহমাদুল্লাহ বলেছেন।
মুমু