ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

কেয়ামতের দিন গীবতের বিচার ছাড়া কেউ অগ্রসর হতে পারবেনা

প্রকাশিত: ০৬:৫০, ১০ মার্চ ২০২৫

কেয়ামতের দিন গীবতের বিচার ছাড়া কেউ অগ্রসর হতে পারবেনা

 

শায়খ আহমাদুল্লাহ বলেন, কেয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার  হওয়া ছাড়া পা নাড়াতে পারবে না কেউ। সেদিন আফসোস করবেন একটা গীবতের গুনাহ আমলনামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করে সাজাই। আমরা কোন মানুষের পেছনে সমালোচনা করবো না সমালোচনার শুনবোও না

সাজিদ

×