
ছবি: সংগৃহীত
কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না - অসুস্থতার কারণে, সফরে থাকা। তারা তারাবীহ পড়তে পারবেন।
রোজা না রাখলে তারাবীহ পড়া যাবে না ব্যাপারটা এরকম নয়। আমরা অনেকেই রোজার সাথে তারাবীহ কে এমনভাবে যুক্ত করে ফেলেছি যে, রোজা না রাখলে হয়তো তারাবীহ পড়া যাবে না, অথবা তারাবীহ না পড়লে তার রোজা হবে না। এরকম কোনো বিষয় নেই।
রোজা একটি ইবাদত, তারাবীহ আরেকটি ইবাদত।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। একই হাদিসে মহানবী (সা:) বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে তারাবীহ নামায আদায় করবে আল্লাহ তায়ালা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এখানে ছোট ছোট গুনাহের কথা বলা হয়েছে। (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
সুতরাং, কোনো কারণে রোজা না রাখতে পারলেও, তারাবির সময় সুযোগ ও সক্ষমতা থাকলৈ অবশ্যই তা আদায় করে নিতে হবে।
মায়মুনা