ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

জাহেলিয়াত বা নিরক্ষরতা দূরীকরণে ইসলাম 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৪৭, ৯ মার্চ ২০২৫

জাহেলিয়াত বা নিরক্ষরতা দূরীকরণে ইসলাম 

হাফেজ ও বুখারী মাওলানা হাবিবুল্লাহ সিরাজী ও হাফেজ মাওলানা তাফাজ্জাল হুসাইন

হাফেজ ও বুখারী মাওলানা হাবিবুল্লাহ সিরাজী জানান, জাহেলিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আল আমিন বলেছেন, বেপর্দায় বা বেশি সাজসজ্জা মহিলাদের বাহিরে চলাফেরাকে বুঝানো হয়েছে।

হাদিসে জাহেলিয়াত সম্পর্কে আরও বলা হয়েছে, রাবিব হচ্ছেন মামুর রাফজায় থাকাকালে আবুজর গিফারি সাথে সাক্ষাৎ হলো আমি দেখলাম যে তার শরীরে যে মানের পোষাক; তার বাসার যে কাজের লোক তার পরনেও একই মানের পোষাক পরিহিত। তিনি বললেন মালিক ও কাজের লোকদের একই পোষাক কেন? এটা দেখে বলা হয়েছিল  যে গোলামের ছেলে গোলাম। তখন রাসুলুল্লাহ (সাঃ) বলেন, তোমার মধ্যে জাহেলিয়া বা অজ্ঞতা রয়েছে।
কারন যারা দাস-দাসী তারা তোমাদের ভাই। তোমরা যা খাবে তার তোমরা তাদেরও খাওয়াবে। তোমরা যেখানে বসবে। তাদেরও সেখানে বসাবে।

হাফেজ মাওলানা তাফাজ্জাল হুসাইন বলেন, আমরা যদি ইসলামের পূর্ববর্তী সময়েরগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে, সেই সময়ের মানুষগুলো আয় রোজগারের জন্য মদ, জুয়া, মতো পথকে বেছে নিয়েছিল। যার ফলে তাদের জাহেলিয়াত যুগ বলতো। কিন্তু নবী করিম (সাঃ) আসার পর সবগুলোকে সোনার মনুষ হিসেবে গড়ে তোলেন। 

শহীদ

×