ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রমজানে দাড়ি-টুপি পরেও পণ্য মজুদ? যে ভয়াবহ পরিণতির কথা বললেন শায়খ আহমাদুল্লাহ!

প্রকাশিত: ০৩:৫৭, ৯ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫৭, ৯ মার্চ ২০২৫

রমজানে দাড়ি-টুপি পরেও পণ্য মজুদ? যে ভয়াবহ পরিণতির কথা বললেন শায়খ আহমাদুল্লাহ!

ছবিঃ সংগৃহীত

রমজানে দাড়ি-টুপি পরেও পণ্য মজুদ যারা করে তাদের সম্পর্কে কথা বলেছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। 

একটি মাহফিলে শায়খ আহমাদুল্লাহ বলেন, টেলিভিশন চ্যানেলগুলোতে যখন ধরা পরে কোন এক দোকানদার এত পরিমাণ তেল, খাদ্য স্টক করে রেখে দিছে অবৈধ মুনাফা অর্জনের জন্য, বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করতে চেয়েছেন। এই মানুষগুলো শুধু মুসলমান তো নয়, মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, আবার অনেক ব্যবসায়ী রমজানের শেষ দশকে বায়তুল্লায় ইতেকাফ করে, অনেক দান-সদকা করে, রোজাও রাখে, আবার দুই নাম্বারিও করে। 

এর দুটি কারণ।

১) গোটা সমাজ এখন ভোগবাদে হাবুডুবু খাচ্ছে৷ কীভাবে ভোগ করবে এই জন্য মাতাল হয়ে গেছে, ত্যাগের কোন শিক্ষা আজ নাই৷ এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, নীতি ও আদর্শ শিক্ষা বাড়াতে হবে৷ 

২) ইসলামকে বেশিরভাগ মানুষ খণ্ডিত ভাবে বুঝেছে৷ ইসলাম শুধু ইবাদত সর্বস্ব দ্বীন নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে বিশ্বাস আছে, হক আছে। আপনার ব্যক্তিগত জীবনে যদি অন্য কোন ব্যক্তির হক নষ্ট করেন, আপনি আর যাইহোক খাটি মুসলমান না৷ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত আদায় করেন, হজ্জ করেন, রোজা রাখেন অথচ আপনি মানুষকে ঠকান, দোকানদারি করে ভেজাল মিশান, কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করেন, এই কাজগুলো হারাম, এই উপার্জন হারাম। আর হারাম উপার্জনকারীর সম্পর্কে নবী (সাঃ) বলেছেন, কীভাবে তার দোয়া কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না৷ বান্দার হক আল্লাহ মাফ করবেন না।

 

সূত্রঃ https://youtu.be/p1P4MslAlRo?si=6zRog4LaO9XFyd0_

রিফাত

×