
ছবিঃ সংগৃহীত
রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তর একটি মাহফিলে দিয়েছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন নাটক-সিনেমা দেখেন যেখানে নারী-পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে তাহলে টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য এটা রমজান মাসে রোজা রেখেও দেখা জায়েজ নাই তেমনি রমজান মাস ছাড়াও দেখা জায়েজ নাই। যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে, সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে। রমজান মাসে এই গুনাহের জিনিস দেখলে গুনাহও বেশি হবে৷ এইজন্য চোখের হেফাজত করতে হবে।
রিফাত