
ছবি: সংগৃহীত
কবরস্থানের উপর বাড়ি বানানো যাবে না। সহীহ মুসলিম হাদিসে বলা হয়েছে, কবরের উপর জাঁকজমকপূর্ণ কিছু করতে, বা বসতে বা স্থাপনা নির্মাণ করতে মহানবী (সা:) নিষেধ করেছেন।
কোনো কারণবশত যদি অন্য কোনো বিকল্প না থাকে, যেমন রাস্তা সম্প্রসারণ বা বাঁধ নির্মাণ। তাহলে কবরের ব্যক্তির দেহাবশেষ অন্যত্র স্থানান্তর করে স্থাপনা নির্মাণ করতে হবে।
মায়মুনা