ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রমজানে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ১৩:১১, ৭ মার্চ ২০২৫

রমজানে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়: শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ রমজান মাসে দোয়া কবুলের সর্বোত্তম সময় সম্পর্কে আলোচনা করেছেন। 
তিনি উল্লেখ করেন যে, রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্ত, তাহাজ্জুদ সময় এবং সেহরির সময় দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে গণ্য হয়। এ সময়গুলোতে মুমিনরা আল্লাহর নিকট দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায়। তাহাজ্জুদ সময়, যা রাতের শেষ তৃতীয়াংশ, তখন আল্লাহ তাআলা পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বান্দার দোয়া কবুল করেন। এছাড়াও, সেহরির সময় দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

তিনি মুমিনদেরকে এই সময়গুলোতে বেশি করে দোয়া করার পরামর্শ দেন, যাতে তারা আল্লাহর রহমত ও বরকত লাভ করতে পারেন।

শায়খ আহমাদুল্লাহর এই গুরুত্বপূর্ণ আলোচনা মুমিনদের রমজান মাসে ইবাদত ও দোয়ার প্রতি আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।

শিলা ইসলাম

×