
ছবি: সংগৃহীত
ইসলামে জুমার দিনের ফজিলত অপরিসীম। এই দিনে পালনীয় সেরা দিনটি ইবাদত হলো:
১. ২৪ ঘন্টার মধ্যে একজন মুসলিম শুক্রবার যে আমলটি সবচেয়ে বেশিবার পড়বে, তা হলো দরূদ শরীফ পাঠ করা।
মহানবী(সা:) বলেছেন, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা অধিক পরিমাণে দরূদ পাঠ করো। কোরআন এবং হাদিসে (মহানবী সা:) কোনো ইবাদত পরিমাণে বাড়ানোর কথা বলেন নাই, কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন। কিন্তু দরূদের কথা বলেছেন, কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, পরিমাণেও বাড়াতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। মহানবী (সা:) বলেছেন, তোমরা এই শুক্রবার আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ করবে। দরূদ পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো শুক্রবার। দরূদে ইব্রাহিম হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, এটি মহানবী সা সরাসরি তার সাহাবীদের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে, আল্লাহ তায়ালা তার ওপর দশবার রহমত বর্ষণ করেন।’ (সহিহ মুসলিম)।
২. জুমাবারে ফজরের নামাজ পুরুষেরা জামাতের সহিত আদায় করা। যত নামাজ আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও শ্রেষ্ঠ হলো জুমার দিনের ফজরের নামাজ, পুরুষের জন্য জামাতে আদায় করা। একজন ঈমানদার হিসেবে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যে ফজরের নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। রাসুলুল্লাহ (সা:) বলেছেন, যারা আঁধারে (ফজর নামাযে) মসজিদের দিকে হেঁটে যায়, তাদের কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। (আবু দাউদ ৪৯৪)
৩. আউস ইবনে আউস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করাবে এবং নিজেও গোসল করবে অথবা উত্তমরূপে গোসল করবে এরপর ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং (খুতবার সময়) কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে একবছর নফল রোজা ও একবছর নফল নামাজের সওয়াব পাবে। (আবু দাউদ: ৩৪৫)। ওলামায়ে কেরামদের মতে, অন্য কোনো ইবাদতে এতো বেশি ফজিলতের কথা পাওয়া যায় না। তাছাড়া এইদিনে দরূদ পড়বে, সূরা কাহফ পড়বে, অহেতুক কোনো কথা বলবেন না।
নারীরাও এই সোয়াব পেতে পারেন ২ ভাবে, ১. তার মধ্যে যদি সেই ইচ্ছা থাকে যে আমি পুরুষ হলে অবশ্যই এই আমলটি করতাম, কখনোই ছাড়তাম না, ২. বাড়ির পুরুষদেরকে এই আমলের জন্য সাহায্য করা, তাগিদ করা।
মায়মুনা