
ছবি: সংগৃহীত
ইসলামে ব্যবসা-বাণিজ্যকে বৈধ উপার্জনের অন্যতম সর্বোত্তম মাধ্যম হিসেবে গণ্য করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সততা, বিশ্বস্ততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুহাম্মদ আবদুল মুনিম খান এক নিবন্ধে এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।
সততা ও বিশ্বস্ততার গুরুত্ব
ব্যবসায়িক কার্যক্রমে সততা ও বিশ্বস্ততা অপরিহার্য। মুহাম্মদ আবদুল মুনিম খান বলেন, প্রকৃত ব্যবসায়ীরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেও আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিচ্যুত হন না। তিনি কুরআনের একটি আয়াত উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, 'তারা এমন লোক, যাদেরকে ব্যবসা-বাণিজ্য আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিরত রাখে না।' অর্থাৎ, একজন সৎ ব্যবসায়ী পার্থিব কাজে ব্যস্ত থাকলেও ধর্মীয় দায়িত্ব পালনে উদাসীন হন না।
প্রতারণা ও মিথ্যা পরিহার করা
ইসলামে ব্যবসায় মিথ্যা বলা ও প্রতারণা কঠোরভাবে নিষিদ্ধ। মহানবী (সা.) বলেছেন, 'যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।' মুহাম্মদ আবদুল মুনিম খান তাঁর লেখায় উল্লেখ করেন, অসাধু ব্যবসায়ীরা ইসলামের নীতিমালার পরিপন্থী কাজ করেন এবং তাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ওজনে ও পরিমাপে সঠিকতা বজায় রাখা
ন্যায্য বেচাকেনার জন্য ওজন ও পরিমাপে সততা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে নির্দেশ দেওয়া হয়েছে, 'তোমরা মাপে পূর্ণ দেবে এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।' মুহাম্মদ আবদুল মুনিম খান বলেন, ব্যবসায় ন্যায্যতা ও সততা নিশ্চিত করতে পণ্যের পরিমাপে কোনো কারচুপি করা যাবে না।
মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা
ইসলামে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে পণ্য মজুত করা কঠোরভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুতকারী ব্যক্তি জঘন্য অপরাধী।' মুহাম্মদ আবদুল মুনিম খান বলেন, মজুতদারি, কালোবাজারি, পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়া ও প্রতারণামূলক কার্যক্রম ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
নম্রতা ও উদারতা প্রদর্শন
সৎ ব্যবসায়ীদের জন্য নম্রতা ও উদারতা অপরিহার্য গুণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন, যে নম্রতার সঙ্গে ক্রয়-বিক্রয় করে ও পাওনা ফেরত চায়।' মুহাম্মদ আবদুল মুনিম খান বলেন, সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ীরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রিয়।
ইবাদতের প্রতি অগ্রাধিকার দেওয়া
ব্যবসার ব্যস্ততার মাঝেও আল্লাহর ইবাদত ও স্মরণকে অবহেলা করা উচিত নয়। কুরআনে এসেছে, 'যারা ব্যবসা-বাণিজ্যে লিপ্ত থাকলেও সালাত ও যাকাত আদায়ে মনোযোগী থাকে, তারাই সফল।' মুহাম্মদ আবদুল মুনিম খান বলেন, প্রকৃত মুমিনরা ব্যবসায় সফলতার পাশাপাশি ধর্মীয় দায়িত্ব পালনে অবিচল থাকেন।
সফল ব্যবসার মূলনীতি
মহানবী (সা.)-এর শিক্ষাগুলো অনুসরণ করে ব্যবসায় নৈতিকতা ও সততা বজায় রাখা সম্ভব। ইসলামি নীতিমালার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে হালাল উপার্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যাবে।
আসিফ