
ছবিঃ সংগৃহীত
ইসলামে মানবতার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যাকাত বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু বিধান রয়েছে। পবিত্র মাহে রমজানে দান-খয়রাত ও মানবসেবার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সারাজীবন দানশীল ছিলেন, বিশেষত রমজান মাসে তিনি দানের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন।হাদিস অনুযায়ী, রমজান মাসে প্রতিটি ভালো কাজের সওয়াব ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
তবে প্রশ্ন উঠতে পারে, যাকাতের টাকা কি ভিন্ন ধর্মাবলম্বীদের দেওয়া যাবে?
বাংলাভিশন টেলিভিশন এর রমজান মাসের নিয়মিত আয়োজন 'রমাদান ও আমাদের জীবন' নামক অনুষ্ঠানে এক ব্যাক্তি প্রশ্ন করেন যে,"যাকাতের টাকা কি ভিন্ন ধর্মাবলম্বীদের দেওয়া যাবে?"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মাদ এজহারুল হক (প্রিন্সিপাল,গাওছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, ঢাকা)।
তিনি বলেন,"ইসলাম মানবতার ধর্ম, তাই সাধারণ দান-সদকা বা নফল সাহায্য-সহযোগিতা অমুসলিমদের দেওয়া যাবে। যদি কোনো অমুসলিম বিপদে পড়ে, ইসলামের শিক্ষানুযায়ী তাকে সাহায্য করা অবশ্যই একটি মহৎ কাজ। তবে যাকাত একটি বাধ্যতামূলক ইবাদত, যা কেবল মুসলিম গরিব, অভাবগ্রস্ত ও নির্ধারিত আট শ্রেণির মানুষের জন্য প্রযোজ্য। তাই যাকাতের অর্থ অমুসলিমদের দেওয়া যাবে না।"
তিনি আরও বলেন,"ইসলাম আমাদেরকে মানবিক হতে উদ্বুদ্ধ করে, তাই মুসলিম-অমুসলিম নির্বিশেষে বিপদগ্রস্তদের সাহায্য করা উচিত। তবে যাকাতের নির্দিষ্ট বিধান মেনে তা শুধুমাত্র মুসলিমদের মধ্যেই বিতরণ করতে হবে।"
ইমরান