ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

কি কাজ করলে হিংসা ও অহংকার দূর হবে? শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ২২:৪৯, ৬ মার্চ ২০২৫

কি কাজ করলে হিংসা ও অহংকার দূর হবে? শায়খ আহমাদুল্লাহ

ছবি: সংগৃহীত।

শায়খ আহমাদুল্লাহ বলেন, হিংসা ও অহংকার—এই দুইটি বড় গুনাহ। কারও সাফল্য বা ভালো কিছু দেখলে যদি আপনার অন্তরে জ্বালাপোড়া বা অস্বস্তি অনুভূত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ভেতরে হিংসা রয়েছে।

আর যদি কাউকে তুচ্ছ মনে করেন, ছোট ভাবেন, কিংবা তার তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে অহংকার বাসা বেঁধেছে। কেউ কথা বলতে গেলে যদি আপনি তাকে থামিয়ে দেন বা তার কথা মূল্যহীন মনে করেন, সেটাও অহংকারের লক্ষণ।

এই অহংকার দূর করার জন্য যাদেরকে তুচ্ছ বা নিজের থেকে ছোট মনে হয়, তাদের সঙ্গে বেশি বেশি কথা বলতে হবে, সালাম দিতে হবে, মিশতে হবে—এতে অহংকার কমে যাবে, ইনশাআল্লাহ।

আর যাদের দেখে হিংসা হয়, তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এতে অন্তর থেকে হিংসা দূর হবে, কারণ আপনি যদি কারও জন্য দোয়া করেন, আল্লাহ ও ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। ফলে আপনি আরও ভালো ফল পাবেন।

এভাবেই আমরা নিজেদের চরিত্র গঠন করতে পারি এবং হিংসা-অহংকার মুক্ত একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি।

নুসরাত

×