
ছবি: সংগৃহীত
নামাজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে অনেকেই দৈনন্দিন ব্যস্ততার কারণে তাড়াহুড়ো করে নামাজ পড়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, তাড়াহুড়ো করে পড়া নামাজ কি কবুল হবে?
হাদিসে তাড়াহুড়ো করে নামাজ পড়ার বিষয়ে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে। নবী করিম (সা.) একবার এক সাহাবিকে খুব দ্রুত নামাজ পড়তে দেখে বলেছিলেন:
"তুমি নামাজ পড়োনি, আবার গিয়ে সুন্দরভাবে নামাজ পড়ো।"(বুখারি ও মুসলিম)
এরপর তিনি সাহাবিকে ধীরস্থিরভাবে রুকু, সিজদা ও কিয়ামসহ নামাজ পড়ার নির্দেশ দেন।
ইসলামিক বিশেষজ্ঞদের মতে, যদি কেউ এতটাই তাড়াহুড়ো করেন যে, রুকু-সিজদা সঠিকভাবে না হয়, তাহলে তার নামাজ বাতিল হতে পারে। কারণ, নামাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে বিনীতভাবে আত্মসমর্পণ করা।
তাড়াহুড়ো করে নামাজ পড়া উচিত নয়। নামাজ কবুল হওয়ার জন্য ধীরস্থিরভাবে, একাগ্রতার সঙ্গে, নিয়ম মেনে আদায় করাই গুরুত্বপূর্ণ।
শিলা ইসলাম