ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

তারাবিহর নামাজ কি ৮ রাকাত পড়া যায়? ইসলাম কী বলে?

প্রকাশিত: ১৯:১৮, ৬ মার্চ ২০২৫

তারাবিহর নামাজ কি ৮ রাকাত পড়া যায়? ইসলাম কী বলে?

ছবি: সংগৃহীত

রমজান মাসে তারাবিহ নামাজ মুসলমানদের জন্য এক বিশেষ ইবাদত। তবে অনেকেই জানেন না, তারাবিহর নামাজ ৮ রাকাত পড়া জায়েজ কিনা, নাকি ২০ রাকাত পড়তেই হবে?

বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) তারাবিহর জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বেঁধে দেননি। সহিহ হাদিস অনুযায়ী, তিনি রাতে দীর্ঘ কিয়াম (দাঁড়িয়ে নামাজ পড়া) করতেন, তবে সাহাবারা কখনো ৮, কখনো ২০ রাকাত আদায় করেছেন।

হাদিসগ্রন্থ বুখারি ও মুসলিম অনুযায়ী, নবী (সা.) সাধারণত রাতের তাহাজ্জুদসহ ৮ থেকে ১১ রাকাত নামাজ পড়তেন। তাই কেউ যদি তারাবিহ ৮ রাকাত আদায় করেন, তাহলে সেটাও সহিহ হবে। তবে অধিক সওয়াবের জন্য ২০ রাকাত পড়ার পরামর্শ দেন অধিকাংশ আলেম।

তারাবিহর নামাজ ৮ রাকাত পড়া জায়েজ, তবে ২০ রাকাত পড়া উত্তম। মুসলমানরা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো সংখ্যা আদায় করতে পারেন। 

শিলা ইসলাম

×