ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

রোজায় চুল-দাড়ি কাটলে রোজা ভাঙবে?

প্রকাশিত: ০১:০৭, ৬ মার্চ ২০২৫

রোজায় চুল-দাড়ি কাটলে রোজা ভাঙবে?

ছবি সংগৃহীত

রমজান মাসে অনেকেই ধর্মীয় বিধি-বিধান মেনে চলতে সচেষ্ট হন। তবে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে, রোজা রেখে চুল, দাড়ি ও নখ কাটা যাবে কি না? কিংবা শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা রোজার জন্য কোনো সমস্যা সৃষ্টি করে কিনা?

ইসলামিক বিশেষজ্ঞদের মতে, রোজা রাখা অবস্থায় এসব কাজ করা সম্পূর্ণ বৈধ এবং এতে রোজার কোনো ক্ষতি হয় না। বরং পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করেছেন।

শরীরের যত্ন ও পরিচ্ছন্নতা:
চুল কাটা ও দাড়ি শেভ করা: ইসলামে চুল-দাড়ি পরিচর্যা করা সুন্নত হিসেবে বিবেচিত হয়। তবে দাড়ি রাখা বা শেভ করা ব্যক্তিগত পছন্দের বিষয়। রোজা রেখে চুল কাটা বা দাড়ি ট্রিম করা সম্পূর্ণ বৈধ।
নখ কাটা: রোজার অবস্থায় নখ কাটতে কোনো বাধা নেই। বরং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নিয়মিত নখ কাটা সুন্নত।
শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার: শরীরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অবাঞ্ছিত লোম যেমন বগল, নাভির নিচের লোম পরিষ্কার করা সুন্নত এবং এটি রোজার সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তবে চুল, দাড়ি বা নখ কাটার সময় সতর্ক থাকা উচিত যাতে কেউ অনিচ্ছাকৃতভাবে রক্ত না বের করে ফেলেন। কারণ, শরীর থেকে রক্ত বের হলে অনেকে অস্বস্তি বোধ করতে পারেন। তবে এটিও রোজার জন্য কোনো সমস্যা তৈরি করে না।

আশিক

×