ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যাহাই সুদ, তাহাই কি মুনাফা? কী বলে ইসলাম?

প্রকাশিত: ২২:৫৬, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৮, ৫ মার্চ ২০২৫

যাহাই সুদ, তাহাই কি মুনাফা? কী বলে ইসলাম?

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত 'সংযমের অর্থনীতি' শীর্ষক টকশোতে 'যাহাই সুদ তাহাই কি মুনাফা?' বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিলো 'যাহাই সুদ তাহাই কি মুনাফা?' এছাড়া এই অনুষ্ঠানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।

খালিদ সাইফুল্লাহ বকশির উপস্থাপনায় টকশোতে আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত ছিলেন মারকাযুল আবরার আল-ইসলামি'র প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে কর্মরত মুফতি আমির হামযাহ সিরাজ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন শরিয়াহ সুপারভাইজারি বোর্ডের সদস্য সচিব ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে কর্মরত মাওলানা শামাউন আলী।

টকশোতে আলোচক মুফতি আমির হামযাহ সুদ এবং মুনাফার পার্থক্য নিয়ে বলেন, "আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা আল-বাকারা, আয়াত ২৭৫ এ বলেছেন, 'আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।' এর মানে হচ্ছে, ব্যবসার মাধ্যমে যে উপকারিতা অর্জন হয়, তা হালাল, তবে সুদের মাধ্যমে লাভ নেওয়া হারাম। ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় আমরা যখন গুডস বিক্রি করি, তখন যা লাভ হয়, সেটাই মুনাফা। কিন্তু যদি শুধু টাকা থেকে টাকা উপার্জন করা হয়, কোনো পণ্য না থাকলে, সেটাকে সুদ বলা হয়। এর মধ্যে স্পষ্ট পার্থক্য আছে।"

এছাড়া, অনলাইনে যুক্ত হওয়া মাওলানা শামাউন আলী বলেন, "আমাদের সমাজে অনেকেই মনে করেন যে সুদই মুনাফা, তবে সুদ এবং মুনাফার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এই ধারণা শুধু বর্তমান সমাজের নয়, রাসুলের সময়ও কাফেররা একই ভুল ধারণা পোষণ করেছিল। তবে আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে খণ্ডন করেছেন। আল্লাহ বলেছেন, বেচা-বিক্রি হালাল, তবে সুদ হারাম।"

মাওলানা শামাউন আরও বলেন, "একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অনেকেই এই প্রশ্ন করেন যে, সুদ তো ঘুরিয়ে খাওয়া হয়। আসলে ঘুরিয়ে খাওয়া ইসলামের পরিভাষায় গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সুদকে যেমন হারাম করেছেন, চক্রবৃদ্ধি সুদকেও হারাম করেছেন।"

আলোচনা অনুষ্ঠানে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়। মুফতি আমির হামযাহ সিরাজ বলেন, 'ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় মূলত পণ্যের বিক্রি ও এর মূল্য থেকে লাভ নেওয়া হয়। এটি পুরোপুরি শর্তসাপেক্ষ এবং ইসলামের নীতির সাথে সঙ্গতিপূর্ণ। অন্যদিকে, সুদে অর্থ উপার্জন করার চেষ্টা ইসলামি নীতির বিরুদ্ধে যায়।'

 

সূত্র: https://tinyurl.com/3amsabau

রাকিব

×