ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

গোশতকে মাংস বলা যাবে কিনা?

প্রকাশিত: ২০:৪০, ৫ মার্চ ২০২৫

গোশতকে মাংস বলা যাবে কিনা?

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমাদউল্লাহ কে প্রশ্ন করা হয়েছে যে গোশতকে মাংস বলা যাবে কিনা। এমন প্রশ্নের জবাবে আহমাদুল্লাহ বলেন, অনেকে এটা নিয়ে খুব সিরিয়াস কথা বলেন যে মাংস মানে হচ্ছে মায়ের অংশ অর্থাৎ হিন্দুরা গরুকে মা বলেন এবং গরুর গোশতকে মায়ের অংশ বলেন। এজন্য মাংস বলা হারাম এসব কথা ঠিক নয়।গোশতকে মাংস বললে কোন সমস্যা নেই।


সূত্র: https://www.facebook.com/reel/1532437224340575

মুহাম্মদ ওমর ফারুক

×