
ছবি: সংগৃহীত
পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হয় 'ইসলামী জীবন' নামে ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। আজ বুধবার (৫ মার্চ) এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো 'দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা'।
মুহাম্মাদ বেলাল হুসাইনের উপস্থাপনায় এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে ইসলামের পাঁচ স্তম্ভের একটি যাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন।
রমজান মাসে যাকাত আদায়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মাওলানা মাহমুদুল হাসান বলেন, 'গোটা পৃথিবীতে মুষ্টিমেয় অল্প কিছু মানুষ ধনী। বাংলাদেশেও খুব অল্প মানুষ কোটিপতি। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, অনেক কষ্ট করে দিন যাপন করে। সাম্য প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ এই যাকাত ব্যবস্থা চালু করেছেন। রসুল (সা.) বলেছেন, ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করা হবে এবং ফকিরদের মাঝে এটা বিলি-বণ্টন করে দেওয়া হবে। এভাবে সমাজে সাম্য, মৈত্রী, ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি হবে।'
যাকাত আদায়ের ব্যবস্থাটা কীরকম হলে দারিদ্র্য বিমোচন হবে উপস্থাপকের এমন প্রশ্নে মাওলানা মাহমুদুল হাসান একটি ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন করেন। তিনি বলেন, "সেই স্বর্ণালী যুগে আমিরুল মুমিনীন হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) যখন রাষ্ট্রপ্রধান, তখন তিনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ গরীবদের মাঝে তা বিলি-বণ্টন করে দিয়েছেন। কিছুদিন পরে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে, আরবের বুকে যাকাত নেওয়ার মতো কোন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ধনী, তারা যাকাত মাথায় নিয়ে আরবের বিভিন্ন গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন আর যাকাত নেওয়ার মানুষ খুঁজচ্ছেন। কিন্তু কাউকে পাচ্ছেন না, কারণ স্বাবলম্বী হয়ে গেছেন।"
হযরত ওমর ইবনে খাত্তাব (রা.) এর যাকাত ব্যবস্থাপনার দৃষ্টান্ত বাংলাদেশের জন্যও অনুসরণীয় উল্লেখ করে মাওলানা মাহমুদুল হাসান আরও বলেন, "রাষ্ট্র কিংবা সরকার যদি বাংলাদেশের কোটিপতিদের কাছ থেকে সঠিকভাবে যাকাত আদায় করে তা আবার মানুষের মাঝে সঠিকভাবে বণ্টন করে দেয় তাহলে আমাদের দেশেও দেখা যাবে পাঁচ বছর পরে যাকাত নেওয়ার মত কোনো লোক থাকবে না।"
যাকাত প্রদানের বিষয়ে তিনি বলেন, "হাতে টাকা না দিয়ে একটা লোককে আপনি ৫ হাজার বা ১০ হাজার টাকা দিয়ে একটা চায়ের দোকান দিয়ে দেন, তিনি চা-পান বিক্রি করে সংসার চালাতে পারবেন। ইসলামের বিধান এটা।"
সরকারিভাবে কীভাবে যাকাত আদায় করা যায় উপস্থাপকের এমন প্রশ্নে আলোচক মাহমুদুল হাসান বলেন, "বাংলাদেশ যেহেতু ইসলামি রাষ্ট্র নয়, ইসলামি বিধানে চলে না, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত আদায় করা যেতে পারে। আবার ইসলামি স্কলার যারা আছেন, তাদের নিয়ে একটা বোর্ড গঠন কর যাকাত আদায় করা যেতে পারে, যেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। এভাবে ইসলামি শরিয়াহ অনুযায়ী যাকাত সংগ্রহ করে তাদের মাধ্যমেই যাকাতটা বণ্টন করে দেয়াটা আপাতত একটা সলিউশন।"
এই ইসলামি পণ্ডিত আরও বলেন, "এভাবেও কাজ না হলে সরকারের বাইরে যে বিভিন্ন সমাজসেবকমূলক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারাও যদি যাকাত সংগ্রহ এলাকার গরীবদের মধ্যে বণ্টন করে, তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন জিনিস, যেমন- অটোরিক্সা, সিএনজি, গরু-ছাগল, সেলাই মেশিন এসব কিনে দেয়, তাহলে আমার মনে হয় কিছুদিন পর বাংলাদেশেও যাকাত নেওয়ার জন্য মানুষ থাকবে না।"
সূত্র: https://tinyurl.com/4n7wbj8z
রাকিব