ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:৫৭, ৫ মার্চ ২০২৫

মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে সুপ্ত সাহা অনিককে গ্রেপ্তার করা হয়েছে

মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তির অভিযোগে সুপ্ত সাহা অনিক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের পারলা এলাকার আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুপ্ত সাহা অনিক জেলার কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামের সুনীল সাহার ছেলে। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুপ্ত সাহা অনিকের নামে সক্রিয় থাকা একটি ফেসবুক আইডি থেকে সম্প্রতি মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করা হয়। এ ঘটনায় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কলমাকান্দা উপজেলা ও জেলা সদরসহ বিভিন্ন এলাকায় মুসুল্লিরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর হয়, তবে সে আত্মগোপনে চলে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সুপ্ত সাহা অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ফজলুল হক হল শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পুলিশ সুপার জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সায়মা ইসলাম

×