
ছবি: সংগৃহীত
অনেকেই মসজিদে বিয়ে সম্পন্ন করে পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের অনুষ্ঠান কতটুক শরিয়ত সম্মত হবে এমন প্রশ্নের জবাবে প্রখ্যাত ইসলামি আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এটা টোটালি এসেছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে।
আহমাদুল্লাহ বলেন, এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ-শান্তি হয়। শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদার কুসংস্কারাচ্ছন্নে বিশ্বাসপূর্ণ হতে পারে না। যুবক ভায়েরা বিবাহ জীবনে একবার করবেন। অতএব, হারামমুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
ভিডিও লিংক: https://www.facebook.com/reel/1359192525153318
শিহাব