
ছবি: সংগৃহীত
কারবালার ময়দানে শহীদ হুসাইন (রা.) ও তার সঙ্গে বন্দি যোদ্ধাদের নানা স্মৃতি জড়িয়ে আছে এই মসজিদের সঙ্গে। এটি যেন সাক্ষ্য দেয় কারবালার ভয়ানক সব ইতিহাসের। আবার কেয়ামতের আগে নবী ঈসা (আ.) এই মসজিদেই আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটাবেন।
উমাইয়া মসজিদ নামে পরিচিত এই মসজিদটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি। সিরিয়ার দামেস্কে অবস্থিত এই মসজিদ মুসলিম ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের কাছে বিশেষ গুরুত্ব ও মর্যাদা পেয়েছে।
লৌহ যুগে অ্যারামীয়রা এখানে দেবতা হাদাদের মন্দির নির্মাণ করেছিল। পরে ৬৪ খ্রিষ্টাব্দে রোমান শাসকরা সেই মন্দির ভেঙে জুপিটারের মন্দির তৈরি করেন। কিন্তু সময়ের স্রোতে বাইজেন্টাইন খ্রিষ্টানরা দামেস্ক জয় করে মন্দিরটি ধ্বংস করে জন দ্য ব্যাপটিস্টের ক্যাথেড্রাল নির্মাণ করেন, যাকে অনেকে কোরআনের নবী ইয়াহিয়া (আ.) হিসেবে উল্লেখ করেন।
৬৩৪ খ্রিষ্টাব্দে মুসলিম বাহিনী দামেস্ক জয় করলে খালিদ বিন ওয়ালিদ ক্যাথেড্রালের একটি অংশকে নামাজের জন্য নির্ধারিত করেন। তখনও গির্জার কিছু অংশ খ্রিষ্টানদের জন্য উন্মুক্ত ছিলো।
ইতিহাসবিদ ইবনুল ফকিহের মতে, এই মসজিদ নির্মাণে ৬ থেকে ১০ লাখ স্বর্ণমুদ্রা ব্যয় হয় এবং পারস্য, ভারত, গ্রিক ও মরক্কোর ১২ হাজার শ্রমিক এতে অংশ নেন। বিশেষ করে মোজাইকের কাজের জন্য ২০০ জন দক্ষ বাইজেন্টাইন কারিগর নিযুক্ত হন। ফলে মসজিদের ৪৩ হাজার বর্গফুট সোনালী মোজাইক এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে।
উমাইয়া মসজিদ একটি আয়তক্ষেত্রাকার স্থাপনা যার দৈর্ঘ্য ৯৭ মিটার ও প্রস্থ ১৫৬ মিটার। এর কেন্দ্রে দাঁড়িয়ে আছে ১৮৮ ফুট উঁচু গম্বুজ যা রোমান শৈলীতে নির্মিত। মসজিদের সাতটি সুউচ্চ মিনার যেন আকাশের দিকে মুখ করে ইতিহাসের গল্প শোনায়। এটি শুধু ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন নয় বরং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।
কথিত আছে ঈসা (আ.) তাঁর জীবনের অনেক সময় এখানে কাটিয়েছেন। এখানকার মেহরাব, নামাজের কার্পেট এবং কারবালা যুদ্ধের স্মৃতি আজও মর্মস্পর্শী প্রতিচিহ্ন হয়ে আছে। বর্তমান বাস্তবতা সিরিয়ার গৃহযুদ্ধের কারণে মসজিদটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে ইতিহাসের প্রতি এর অবদান আজও অমলান। প্রতিটি ভাঙ্গা ইট, প্রতিটি মোজাইকের অংশ যেন একটি গল্প বলে সংগ্রামের, ঐতিহ্যের, পুনর্জন্মের। উমাইয়া মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায় যেখানে অতীত ও বর্তমান একসঙ্গে কথা বলে।
সূত্র: https://shorturl.at/FPcbI
রাকিব