ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

 অজান্তেই নামাজে আমরা যে ভুল করে থাকি  

প্রকাশিত: ১২:২২, ৫ মার্চ ২০২৫

 অজান্তেই নামাজে আমরা যে ভুল করে থাকি  

ছবি: সংগৃহীত

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। তবে অনেক সময় মুসল্লিরা অজান্তেই কিছু ভুল করে ফেলেন, যা তাদের নামাজের মনোযোগকে ব্যাহত করে। বিশেষজ্ঞদের মতে, এসব ছোটখাট ভুলের কারণে নামাজের পূর্ণতা ব্যাহত হতে পারে।  

ধর্মীয় গবেষক ও ইসলামি চিন্তাবিদদের মতে, কিছু সাধারণ ভুলের মধ্যে রয়েছে—নামাজের সময় দৃষ্টি এদিক-সেদিক ঘোরানো, তাড়াহুড়ো করে নামাজ পড়া, সিজদায় সম্পূর্ণরূপে স্থির না হওয়া, হাত বাঁধার নিয়ম ঠিকমতো না মানা ইত্যাদি।  

গবেষকরা বলেন, নামাজে মনোযোগ না থাকা একটি বড় সমস্যা। অনেকে নামাজের সময় দুনিয়াবি চিন্তায় বিভোর হয়ে পড়েন, যা নামাজের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। 

নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কুরআনের আয়াত ও দোয়ার অর্থ বুঝে পড়া, ধীরস্থিরভাবে রুকু ও সিজদা সম্পন্ন করা এবং নামাজের আগে অযথা কথা না বলা উচিত।  

নামাজ শুদ্ধভাবে আদায়ের জন্য নিয়মিত কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা জরুরি। তবেই একজন মুসল্লি নিজের নামাজকে পরিপূর্ণ ও ত্রুটিমুক্ত করতে পারবেন।  

শিলা ইসলাম

×