
ছবি: সংগৃহীত
বিয়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় বন্ধন, যা মানুষের জীবনের অন্যতম প্রধান অধ্যায়। অনেকেই মনে করেন, কার সাথে বিয়ে হবে তা পূর্বনির্ধারিত, আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি সম্পূর্ণই কর্মফল।
ইসলামিক বিশ্বাস অনুযায়ী, আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে:
“নিশ্চয়ই আমি সবকিছু পূর্বনির্ধারিত করেছি।” (সূরা আল-কদর: 1-3)
এটি নির্দেশ করে যে মানুষের জীবনসংক্রান্ত বড় বড় ঘটনা, যেমন জন্ম, মৃত্যু এবং বিয়ে—সবকিছুই আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, যার মাধ্যমে সে ভালো-মন্দ সিদ্ধান্ত নিতে পারে।
ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহকে- কার সাথে বিয়ে হবে, তা কি পূর্বনির্ধারিত নাকি কর্মফল? এমন প্রশ্ন করলে ঈর জবানে তিনি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জীবনসঙ্গী নির্ধারণ করে দিয়েছেন। নবী (সা.)-এর হাদিসে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
শিলা ইসলাম