ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

মসজিদ আল-আকসার রক্তাক্ত ইতিহাস

যে মসজিদের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ তায়ালা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪৩, ৫ মার্চ ২০২৫

মসজিদ আল-আকসার রক্তাক্ত ইতিহাস

মসজিদ আল-আকসা। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এটি মুসলমানদের প্রথম কিবলা নামে খ্যাত। 

জেনে নিন মসজিদ আল-আকসার অতীত ও বর্তমান সম্পর্কে-

আকসা শব্দটির অর্থ দূরে। আল-আকসা শব্দটির অর্থ দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম (আঃ) এর কাবা নির্মাণের ৪০ বছর পর হযরত ইয়াকুব (আঃ) জেরুজালেমে মসজিদ আল-আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ (আঃ) এর নির্দেশে  হযরত সুলায়মান (আঃ) মসজিদটি পুনঃর্নিমাণ করেন। কোরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিলো বাইত আল-মাকদিস। পরবর্তীতে কোরআন মজিদে এর নামকরণ করা হয় মসজিদ আল-আকসা। 
পবিত্রতার ক্রম হিসাব করলে মক্কা ও মদিনার পরেই আল-আকসা এর অবস্থান। কাবা ঘরের পূর্বে মুসলমানদের কিবলা ছিলো এই মসজিদটি। অর্থাৎ মহানবী (সাঃ) সহ শুরুর দিকে মুসলমানরা আল-আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল-আকসা অন্যতম। হাদিসের মতে মেরাজের রাতে মহানবী (সাঃ) প্রথম মক্কা থেকে মসজিদ আল-আকসায় যান। এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে দুই রাকায়াত নামাজ আদায় করেন। 
মসজিদ আল-আকসা কোনো একক মসজিদ নয়। এটি একটি প্রাঙ্গণ। যেখানে আরও ৫ টি মসজিদ রয়েছে। ২৭ একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় পাঁচ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাতবদল হয়। আর এ সময়ে মসজিদের ব্যাপক পরিবর্তনও হয়। ১৯৬৯ সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদী মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়৷ শুধু তাই নয়, এরপরও বেশ কয়েকবার মসজিদে নিরস্ত্র মুসল্লিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে ৭৪৬ ও ১০৩৩ সালে মসজিদ আল-আকসা ক্ষতিগ্রস্ত হয়৷ বর্তমানে আমরা যে মসিজিদটি দেখি তা খলিফা আলির সংস্কার করা মসজিদ। 
৬৩৮ খ্রিষ্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রাঃ) এর সময়ে মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় ৪৫০ বছর পর মসজিদটি নিয়ে ইহুদী, খ্রিষ্টান ও মসলমানদের মধ্যে দ্বন্দ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের দখলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতিত হওয়ার পর বহু ইহুদী ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে। এবং পরবর্তীতে ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন। ইসরায়েলের দখলে যাওয়ার পর আল-আকসায় বারবার হামলা হয়। বারবার রক্তাক্ত করা হয় মুসলমানদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিশ্বাস খুব শীঘ্রই আল-আকসা মসজিদ আবার মুসলমানদের দখলে আসবে। 

মুমু

×