ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

নেককার স্বামী-স্ত্রী লাভের দোয়া

প্রকাশিত: ০৮:৩০, ৫ মার্চ ২০২৫

নেককার স্বামী-স্ত্রী লাভের দোয়া

ছবি:সংগৃহীত

দুনিয়ার শান্তি এবং পরকালে মুক্তির জন্য উত্তম জীবনসঙ্গী একান্তভাবে প্রয়োজনীয়। তাই প্রতিটি পুরুষ চায় এমন একটি যোগ্য এবং উত্তম স্ত্রীর সন্ধান, আর প্রতিটি নারী কামনা করে একজন যোগ্য এবং উত্তম স্বামী। আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া উত্তম নারী-পুরুষের উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া সম্ভব নয়।

 

 

 

এ কারণেই মানুষ আল্লাহর কাছে দোয়া করে, যেন তিনি তাদের উত্তম জীবনসঙ্গী দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের একটি আয়াতে মুমিন নারী-পুরুষের জন্য এমন একটি দোয়া তুলে ধরেছেন:

 

 

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا  
উচ্চারণ: ‘রাব্বানা হাব্লানা মিন আযওয়াঝিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা’।  
অর্থ: ‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখের জন্য শান্তি এবং সুখের কারণ হবে, আর আমাদেরকে মুত্তাকি (আল্লাহভীরু) লোকদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরক্বান : আয়াত ৭৪)

 

 

 

 

বিবাহের মাধ্যমে নারী-পুরুষ একত্র হয়ে পারিবারিক জীবন শুরু করেন। এই পারিবারিক জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য উত্তম জীবনসঙ্গীর বিকল্প কিছুই হতে পারে না। উত্তম জীবনসঙ্গী না পেলে, প্রতিটি মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তাই আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের জন্য দোয়া করা প্রত্যেক নারী-পুরুষের একান্ত কর্তব্য।

আঁখি

×