ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

পৃথিবীর প্রথম মানুষ হিসেবে কলম ব্যবহার শুরু করেন ইদ্রিস (আ.)

প্রকাশিত: ২৩:৩৬, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৪১, ৪ মার্চ ২০২৫

পৃথিবীর প্রথম মানুষ হিসেবে কলম ব্যবহার শুরু করেন ইদ্রিস (আ.)

ছবি: প্রতীকী

ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে কলম ব্যবহার করে লেখার শুরু করেছিলেন, তাকে কোরআনে দুইবার উল্লেখ করা হয়েছে।

তিনি একজন বিদ্বান, ধার্মিক, এবং উচ্চ মর্যাদাপ্রাপ্ত নবী হিসেবে পরিচিত। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদম আলাইহিস সালামের সপ্তম বংশধর এবং শীষ আলাইহিস সালামের পরবর্তী প্রজন্মের একজন নবী।

ইসলামী ঐতিহ্য অনুসারে, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম শুধু কলম ব্যবহার করে লেখার শিখিয়েছিলেন না, বরং জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, সেলাই সহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, "আর কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যনিষ্ঠ একজন নবী। আমি তাকে উচ্চস্থানে করেছি।" (সুরা মেরিয়াম)।

এছাড়াও, সূরা আম্বিয়ায় আল্লাহ বলেন, "আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলকিফেলের কথা; তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল, আমি তাদের আমার অনুগ্রহের অধিকারী করেছি, নিশ্চয়ই তারা ছিলেন সৎকর্ম পরায়ণ।"

ইসলামী বর্ণনায় বলা হয়, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চতুর্থ আসমানে উন্নীত করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, "আমি রাতে চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছি।"

এ থেকে বোঝা যায় যে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ মর্যাদায় উন্নীত করেছিলেন।

ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি সত্য প্রচার করতে কষ্ট সহ্য করেছেন, কলম ব্যবহার করে শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব তুলে ধরেছেন এবং ন্যায়পরায়ণতা ও সৎকর্মে অনুপ্রাণিত করেছেন।

তিনি ইসলামের মহান নবী, এবং তার জীবন ও শিক্ষাগুলি আমাদের জন্য একটি বড় শিক্ষা এবং অনুপ্রেরণার উৎস।

ভিডিও দেখুন: https://youtu.be/6JO2Ma5-OwU?si=i-egpbcOZZkhKUMI

এম.কে.

×