ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

নারীদের বাইরে কাজ করা নিয়ে ইসলাম কী বলে?

প্রকাশিত: ২০:৪৫, ৪ মার্চ ২০২৫

নারীদের বাইরে কাজ করা নিয়ে ইসলাম কী বলে?

ছবিঃ সংগৃহীত

বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের গুরুত্ব অপরিসীম। মানব সমাজের সকল স্তরের মানুষ যেন সমান মর্যাদা ও সুযোগ পায় ইসলাম তারই একটি নিদর্শন। এ সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত; মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে।

পেশা গ্রহণের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো যে কাজ বা পেশা পুরুষের জন্য বৈধ, কিছু কিছু ক্ষেত্র ব্যতীত তা নারীর জন্যও বৈধ। নারীরা তাদের পারিবারিক, সামাজিক দায়িত্ব সমূহ যথাযথভাবে পালন করার পর যদি বাইরে গিয়ে কাজ করার একান্ত প্রয়োজন হয় তাতে শরীয়ত সম্মত হলে কোন বাধা নেই৷ পূর্ণ ভারসাম্য বজায় রেখে ইচ্ছা করলেই নারীরা কর্মে নিযুক্ত হতে পারে। 

পবিত্র কোরআনে এসেছে, হে মুমিনরা, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমাদের পরস্পর সন্তুষ্টিচিত্তে ব্যবসা করা বৈধ। 

এই আয়াত থেকে বোঝা যায়, ব্যবসা ও লেনদেনের বৈধতা নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ইসলাম বিনা প্রয়োজনে নারীকে ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করলেও প্রয়োজনীয় ক্ষেত্রে শালীনতা বজায় রেখে নারীদের ঘরের বাইরে যেতে কোন বাধা নেই।

 

সূত্রঃ https://youtu.be/OtgFjSsqgNQ?si=DLSqrQipdiTvFWnN

রিফাত

×