
ছবি: সংগৃহীত
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো যাকাত। ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে একজন মুসলিমের উপর যাকাত ফরজ হয়, তাকে বলা হয় নিসাব।
ইসলামে নিসাবের পরিমাণ হলো: সাড়ে ৭ ভরি বা ৮৫ গ্রাম স্বর্ণ অথবা ৫২.৫ তোলা রূপা অথবা এর যেকোনো একটির সম পরিমাণ নগদ অর্থ। কোনো ব্যক্তির কাছে এর যেকোনো একটি থাকলে তার ওপর যাকাত ফরয।
তবে, কারো যদি এককভাবে এর কোনোটি না থাকে, তাহলে তার মোট সম্পদের হিসাব করা হবে। যেমন: কারো কাছে ১.৫ লক্ষ টাকার স্বর্ণ আছে এবং নগদ ২০ হাজার টাকা আছে। তাহলে তার মোট ১ লক্ষ ৭০ হাজার টাকার ওপর হিসাব হবে। এই সমপরিমাণ অর্থ দিয়ে যদি নিসাব পরিমাণ স্বর্ণ বা রূপা কেনা যায়, তাহলে তার ওপর যাকাত আদায় করা ফরজ।
যদি তার কাছে শুধুমাত্র স্বর্ণ থাকতো এবং তা নিসাবের কম হতো তাহলে তার যাকাত দিতে হতো না। তবে স্বর্ণ ও নগদ অর্থ মিলে যদি রূপার নিসাবও পূর্ণ হয়, সেক্ষেত্রে যাকাত দিতে হবে। কারো কাছে নিসাব পরিমাণ স্বর্ণ বা রূপা কেনার মতো নগদ অর্থ থাকলে তারও যাকাত আদায় করতে হবে।
এই প্রতিটি ক্ষেত্রেই মোট সম্পদের ২.৫% হারে যাকাত দিতে হবে।
মায়মুনা