ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রমজানে হিন্দু বন্ধুর বাসায় ইফতার করলে কি রোজা হবে?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৬, ৪ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৩৯, ৪ মার্চ ২০২৫

রমজানে হিন্দু বন্ধুর বাসায় ইফতার করলে কি রোজা হবে?

ইসলামিক ফাউন্ডেশনের গ্র্যান্ড মুফতি মোঃ আব্দুল্লাহ

ইসলামিক ফাউন্ডেশনের গ্র্যান্ড মুফতি মোঃ আব্দুল্লাহ বলেন, সৃষ্টি জগতে মহান রাব্বুল আলা আমিনের কাছে সবাই সমান। এর মধ্যে যারা আল্লাহকে মানে। আর যারা মানে না। বিশ্বাসী বান্দা আর অবিশ্বাসী বান্দা। পবিত্র মাহে রমজানে আমরা সিয়াম সাধনা করছি। কারণ আমরা মুসলমান। আর যে মানুষটি আল্লাহকে বিশ্বাস করে না। তার সাথে বন্ধত্ব করতে যাওয়া কোরআন সুন্নাহ মোতাবেক কোন সুযোগ নেই।

তিনি বলেন, কাফেরদের বন্ধু বানাবে না মুমিনরা। মুমিনরা বন্ধু বানাবে মুমিনদের। কাফেরদের নয়। মুসলমানের শত্রুরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তারপরও সামাজিকতা রক্ষার্থে ইসলামে সামাজিক বিধিবিধান থাকার কারণে সমাজে আমাদের চলতে হয়। হাটবাজার করতে হয়। কারণ তারাও আল্লাহর সৃষ্টি। তবে, তাদের সাথে স্থায়ী বন্ধত্ব করা যাবে না।

মুফতি মোঃ আব্দুল্লাহ বলেন, মসজিদ, মাদ্রাসা বানানোর ক্ষেত্র যদি কোন অমুসলিম সাহায্যে করতে চায়। কারণ সে মসজিদ, মাদ্রাসাকে ভক্তি শ্রদ্ধা করে। কিন্তু মসজিদ ও মাদ্রাসায় কোন প্রভাব রাখবে না। তাহলে দান গ্রহণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, সমাজে যদি আমাদের খ্রিষ্টান বন্ধু হোক, হিন্দু বন্ধু হোক, তারা যদি সামাজিক ভাবে আপনাকে হালাল বস্তু দিয়ে আপ্যায়ন করাতে চায়। তাহলে আপনি তা গ্রহণ করতে পারেন।

শহীদ

×