ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

যেভাবে দোয়া চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

প্রকাশিত: ১৭:১২, ৩ মার্চ ২০২৫

যেভাবে দোয়া চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

ছবি: সংগৃহীত

ইসলামে দোয়ার গুরুত্ব অপরিসীম। এটি শুধু ইবাদত নয়, বরং আল্লাহর রহমত ও করুণা পাওয়ার অন্যতম মাধ্যম। যেভাবে দোয়া চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না- 

গভীর অন্তরের সাথে দোয়া করা 
আল্লাহ দোয়া কবুল করেন যখন বান্দা সত্যিকারের একাগ্র চিত্তে, বিনম্র হৃদয়ে তাঁর কাছে কিছু প্রার্থনা করে। হাদিসে এসেছে, "তোমরা যখন দোয়া করবে, তখন দৃঢ় বিশ্বাসের সঙ্গে করো যে, আল্লাহ তা কবুল করবেন।"(তিরমিজি)  

হারাম থেকে দূরে থাকা
যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন, হারাম খাদ্য বা হারাম কাজে লিপ্ত থাকে, তবে তার দোয়া কবুল হয় না। নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি হারাম খায়, তার দোয়া কবুল হয় না।" (মুসলিম) তাই দোয়া কবুলের অন্যতম শর্ত হলো, জীবনকে হারাম থেকে পবিত্র রাখা।  

দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা
রাসূল (সা.) বলেছেন, "যখন তোমাদের কেউ দোয়া করবে, সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবী (সা.)-এর ওপর দরুদ পাঠ করে, তারপর নিজের প্রয়োজন জানায়।"(তিরমিজি)  

অন্যের জন্য দোয়া করা
যদি কোনো ব্যক্তি তার ভাই বা বোনের জন্য গোপনে দোয়া করে, তাহলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বলেন, "তুমিও এর অনুরূপ পাবে।" (মুসলিম) তাই নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্যদের জন্য দোয়া করা উচিত।  

বারবার দোয়া করা ও ধৈর্য ধরা
কিছু দোয়া একবারে কবুল হয় না, কিন্তু বান্দার ধৈর্য ও চেষ্টা আল্লাহর কাছে প্রিয়। হাদিসে এসেছে, "তোমাদের কেউ যেন বলে না— ‘আমি অনেক দোয়া করেছি, কিন্তু কবুল হয়নি’, বরং সে যেন অবিরাম দোয়া করতে থাকে।" (বুখারি, মুসলিম)  

আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা 
কখনো কখনো মানুষ দোয়া করে, কিন্তু তার প্রত্যাশিত ফল পায় না। তবে আল্লাহ তাঁর বান্দার জন্য সর্বোত্তম কিছু নির্ধারণ করেন। হাদিসে এসেছে,"আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে— হয়তো সে যা চেয়েছে তাই দেন, নতুবা তার জন্য ভালো কিছু সংরক্ষণ করেন, অথবা তার কোনো বিপদ দূর করে দেন।" (মুসনাদ আহমাদ)  

দোয়া হল আল্লাহর রহমত পাওয়ার সেরা উপায়। তবে দোয়া কবুলের জন্য সঠিক নিয়ম ও মুহূর্ত জানা জরুরি। আমরা যদি একাগ্রচিত্তে, হালাল জীবিকা অর্জন করে, নির্দিষ্ট মুহূর্তগুলোতে আল্লাহর কাছে প্রার্থনা করি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেবেন না।  
 

শিলা ইসলাম

×