ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রোজা রেখে রক্ত দান সম্পর্কে ইসলাম কি বলে?

প্রকাশিত: ১৩:০২, ৩ মার্চ ২০২৫

রোজা রেখে রক্ত দান সম্পর্কে ইসলাম কি বলে?

সংগৃহীত

রক্তদান একটি মহৎ গুণ। কিন্তু রোজা রেখে রক্ত দান করলে রোজা হবে কিনা তা নিয়ে আমাদের অনেকের মনেই সংশয় থেকে যায়।

সাবিত আল-বুনানি (রহ.) বলেন- আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করা হয়েছে যে, রোজাদারের জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে কি আপনি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন- না, আমি অপছন্দ করি না। তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। (বুখারি, হাদিস : ০১/২৬০)

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিয়েছেন। তা হাদিসে বর্ণিত আছে। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেয়ার জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না।
 

দুর্বল লোকদের জন্য রোজা অবস্থায় অন্য রোগীকে রক্ত দেওয়া ঠিক নয়। আর এমন সবল ব্যক্তি যে রোজা অবস্থায় অন্যকে রক্ত দিলে রোজা রাখা তার জন্য কষ্টকর হবে না সে রক্ত দিতে পারবে। এতে কোনো অসুবিধা নেই।

রোজা অবস্থায় চিকিৎসার প্রয়োজনে রক্ত দেওয়া বা ব্লাড টেস্ট করানো সম্পূর্ণ বৈধ। তবে স্বেচ্ছায় রক্তদান করলে দুর্বলতার আশঙ্কা থাকলে তা এড়িয়ে চলাই উত্তম।

আফিয়া
 

×