ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

এ বছর ২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা

প্রকাশিত: ১০:৫৬, ৩ মার্চ ২০২৫

এ বছর ২০ ঘণ্টার বেশি রোজা রাখছেন যেসব দেশের মুসল্লিরা

রমজান মাসে রোজা পালন করা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। কিন্তু বিশ্বের কিছু অঞ্চলে, বিশেষ করে উত্তর ইউরোপের দেশগুলোতে, দিন ও রাতের দৈর্ঘ্য ভিন্ন হওয়ার কারণে রোজা রাখার সময় অত্যন্ত দীর্ঘ হয়ে যায়। এমন দেশগুলোতে ২০ ঘণ্টারও বেশি সময় উপবাস থাকতে বাধ্য হন মুসল্লিরা।

নরওয়ে (ট্রমসো ও অন্যান্য শহর): নরওয়ের মুসলমানদেরও প্রায় ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা পালন করতে হচ্ছে, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে, যেখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় সম্পূর্ণ সময় আকাশে থাকে।

সুইডেন (কিরুনা): উত্তর সুইডেনের কিরুনা শহরে, এ বছর মুসল্লিরা ২০ ঘণ্টা ৩০ মিনিট রোজা রাখবেন। গ্রীষ্মকালে সূর্য দীর্ঘ সময় ধরে আকাশে অবস্থান করে, যার ফলে ইফতারের পর খুব অল্প সময়ের জন্য সেহরি করার সুযোগ পান।

ডেনমার্ক ও আইসল্যান্ড: ডেনমার্ক ও আইসল্যান্ডের মুসলমানরাও ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে রোজা পালন করতে হচ্ছে, যেখানে দিন অতি দীর্ঘ।

ফিনল্যান্ড (হেলসিঙ্কি ও উত্তরাঞ্চল): ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মুসল্লিরা এ বছর ১৯ ঘণ্টা ৯ মিনিট রোজা রাখছেন, তবে দেশের উত্তরাংশের শহরগুলোতে রোজার সময় আরও দীর্ঘ হয়।

রোজার দীর্ঘ সময়ের কারণ: বিশ্বের বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট সূর্যের অবস্থান ও পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন কারণে দিন ও রাতের দৈর্ঘ্য ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে মেরু অঞ্চলের কাছাকাছি দেশগুলোতে গ্রীষ্মকালে দিনে সূর্যের দীর্ঘ অবস্থান মুসলমানদের জন্য দীর্ঘ রোজা রাখার পরিস্থিতি তৈরি করে।

সূত্র: গালফ নিউজ।

সজিব

×