ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

কত বছর বয়স থেকে রোজা রাখা ফরজ?

প্রকাশিত: ০৯:৩১, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১০:০০, ৩ মার্চ ২০২৫

কত বছর বয়স থেকে রোজা রাখা ফরজ?

ছবি: সংগৃহীত

প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ইসলামে রোজা রাখা ফরজ।

শিশু থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হলে তার উপর রোজা ফরজ হয়। বয়ঃসন্ধির লক্ষণগুলো প্রকাশ পেলে তার উপর রোজা ফরজ। পরিবেশ, খাদ্যাভ্যাস ও অন্যান্য কারণে এর পার্থক্য হয়ে থাকে। তবে, এসব লক্ষণ দেখা না দিলে সর্বোচ্চ সীমা হলো ১৫ বছর। অর্থাৎ, কোনো শিশুর যদি প্রাপ্ত বয়স্ক হবার লক্ষণ প্রকাশ না পায় তাহলে ১৫ বছর বয়স থেকে তার উপর রমজান মাসের রোজা ফরজ হবে এবং রোজা না রাখলে সে গুনাহগার হবে।

সূত্র: https://youtu.be/cTMth8gEZfs?si=jFtnlNyrXGKIRs4j

মায়মুনা

×