ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

সিগারেট খেলে ইবাদত কবুল হবে কি?

প্রকাশিত: ০৪:১৬, ২ মার্চ ২০২৫

সিগারেট খেলে ইবাদত কবুল হবে কি?

ছবিঃ সংগৃহীত

সিগারেট খেলে ইবাদত কবুল হবে কি না প্রশ্নের উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সিগারেট খাওয়া বা না খাওয়ার সাথে ইবাদত কবুলের কোন সম্পর্ক নেই। তবে সিগারেট খাওয়া গুনাহের কাজ, সিগারেট খেয়ে মসজিদে প্রবেশ করার আগে ভালোমত মুখ ধুয়ে যাওয়া উচিত। সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এমন কথা নাই কোনো জায়গায়। সিগারেট খাওয়া গুনাহের কাজ সেইটা ভিন্ন আলাপ।

 

সূত্রঃ https://youtu.be/bthKO1iPJ-8?si=OhaEU9s6rt6a7_Bi

রিফাত

×