ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সৌদি আরবের ইমাম ও খতিব বাংলাদেশি যুবক আজহার ইবনে রেজা

প্রকাশিত: ১১:৪১, ১ মার্চ ২০২৫; আপডেট: ১১:৫১, ১ মার্চ ২০২৫

সৌদি আরবের ইমাম ও খতিব বাংলাদেশি যুবক আজহার ইবনে রেজা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি যুবক আজহার ইবনে রেজা। ইমাম ও খতিব হিসেবে আছেন সৌদি আরবের এক মসজিদে। দীর্ঘ নয় বছর ধরে মহানবী (সা:) এর দেশে পড়িয়ে আসছেন খতমে তারাবি। শুধু তাই নয়, ২০১২ ও ১৩ সালে জাতীয় সিরাত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেন তিনি। 

আজহার ইবনে রেজা গাজীপুরের শ্রীপুরের বর্মিগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আলহাজ্ব রেজাউল হক চৌধুরী একজন ব্যবসায়ী। পাঁচ ভাই তিন বোনের মধ্যে আজহার সবার ছোট। অন্য ভাই বোনেরা জেনারেল লাইনে পড়াশোনা করলেও তিনি একমাত্র স্বেচ্ছায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হন।

আজহার ২০০৮ সালে মাদরাসাতুল কাউসার থেকে হিফজ সম্পন্ন করেন। তারপর বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ আহমদ ইবনে ইউসুফ আল আজহারী থেকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত এবং ইলমে কিরাতের তালিম নেন। পাশাপাশি ঢাকার ইলিয়া এবং জামিয়া ইসরামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।

২০১৭ সালে আজহার ইবনে রেজা পাড়ি জমান সৌদি আরবে। সেখানে বেশ কিছুদিন ধরেই তিনি একটি চাকরির সন্ধানে ছিলেন। মূলত, মসজিদ বা মাদ্রাসার সাথে সম্পৃক্ত যেকোনো কাজ খুঁজছিলেন তিনি। আল্লাহর ইচ্ছায় এক প্রবাসীর মাধ্যমে আজহার জানতে পারেন যে, সৌদির এক বড় জামে মসজিদে ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ হচ্ছে। তিনি চলে গেলেন সেখানে। তার জ্ঞান ও তিলাওয়াতে মুগ্ধ হয়ে সেই মসজিদের খতিব ও ইমাম নিয়োগ দেয়া হয় আজহার ইবনে রেজাকে।

আজহার ইবনে রেজা বলেন, বাঙালি হওয়া সত্ত্বেও আরবরা তাকে যে সম্মান দিয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ। তিনি এই সম্মান ধরে রাখার চেষ্টা করবেন।

ইমামতির পাশাপাশি সৌদিতেও বিশ্ববিখ্যাত ক্বারীদের কাছে কুরআনের তালিম নেওয়ার সুযোগ হয়েছে তার। যার মধ্যে অন্যতম ক্বারী শেখ আব্দুল ওয়লি আল আরকানী এবং সৌদি আরবের প্রবীণ আলেম শেখ হানি আর রিফাই। আজহার ইবনে রেজার মূলত দুইটি শখ রয়েছে। একটি হচ্ছে আল্লাহর ঘরে হজ্ব বা ওমরা করতে আসা মেহমানদের খেদমত করা, আরেকটি হচ্ছে দেশ-বিদেশে ভ্রমণ করা। আজহার ইবনে রেজার সবচেয়ে বড় ইচ্ছা হলো জীবনের বাকী সময়টুকু কোরআনের খেদমত করে কাটিয়ে দেয়া। পাশাপাশি, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের কোরআনের মাদ্রাসা গড়ে তোলা, যা তার জীবনের জন্য সদকায় জারিয়া হয়ে থাকবে।

সূত্র: https://youtu.be/tXcFp_iMe_4?si=HnjpegHOkaOSvBx_

মায়মুনা

×